আঞ্চেলোত্তি: “সেরা দশের বাইরে যারা কোর্তোয়াকে রাখে, তাদের সাংবাদিক সংস্থার সদস্যপদ বাতিল করা দরকার”

মায়োর্কা ম্যাচের পূর্বে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন লস ব্ল্যাংকোস কোচ কার্লো আঞ্চেলোত্তি।

ম্যাচ প্রসঙ্গে

“দল দুর্দান্ত ফর্মে; সেইসাথে পূর্ণশক্তির স্কোয়াডও উপস্থিত। একটি ভালো পারফর্ম্যান্সের জন্য দরকারি প্রতিটি উপাদান এই মুহূর্তে দলে রয়েছে। তবে মনে রাখতে হবে, মায়োর্কাও তাদের লক্ষ্য অর্জনের জন্য সবটুকু দিয়েই খেলবে। বিশেষ করে লিগের এই পর্যায়ে, যেখানে খুব বেশি ম্যাচ বাকি নেই।

আমার কাছে মনে হয় না খেলোয়াডেরা কেউ ক্লান্ত। তবে আমি যদি বেশ কিছু পরিবর্তন আনি, সেটি হবে খেলার ধরনের কথা মাথায় রেখে, ক্লান্তিজনিত কারণে নয়”৷

দলের নেতৃত্ব

“মাদ্রিদের নির্দিষ্ট কোন অধিনায়ক নেই। এই দলটি অসাধারণ সব অধিনায়কের সম্মিলন। বেঞ্জেমা, মদ্রিচ, মার্সেলো, ক্রুস, কোর্তোয়া- তাঁরা প্রত্যেকেই আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ”।

পিএসজির বিরুদ্ধে জয়

“আমাদের জন্য ভীষণ অর্থবহ একটি জয়; যতটা না খেলার দৃষ্টিকোণ থেকে, তার চেয়ে বেশি মানসিক প্রশান্তির জায়গা থেকে। সমর্থকদেরও বড় একটি ভূমিকা রয়েছে এই জয়ে৷ বার্নাব্যুর পরিবেশ সেদিন আক্ষরিক অর্থেই তেতে ছিল”।

মাদ্রিদের মানসিকতা

“অবশ্যই সেদিনের ম্যাচটি মাদ্রিদের হার-না-মানা চরিত্রের জানান দেয়। তবে এটি ভাবা ভুল হবে যে সবাইকে নিজের মানসিকতার পরিচয় দেয়ার জন্য ক্লাবটির এই ধরনের ম্যাচ দরকার। রিয়ালের ইতিহাস ও ঐতিহ্য আগে থেকেই বহু গভীরে প্রোথিত”।

কোর্তোয়ার মূল্যায়ন

“কোর্তোয়া আমার কাছে বিশ্বের সেরা গোলরক্ষক৷ যেমন, কার্ভাহাল সেরা রাইটব্যাক এবং মেন্ডি সেরা লেফটব্যাক। কোর্তোয়াকে সেরা দশের বাইরে যারা চিন্তা করে এবং সেটা আবার লেখেও, তাদের মেম্বারশিপ কার্ড বাতিল করা উচিত”৷

কামাভিঙ্গা

“তাঁর অবস্থান বেশ পরিষ্কার। কামাভিঙ্গা এই ক্লাবের বর্তমান এবং ভবিষ্যত। যখন ক্রুস, মদ্রিচ, ক্যাসেমিরো থাকবে না, তখন কামাভিঙ্গা, ভালভার্দে এবং ব্ল্যাংকোর মতো খেলোয়াড়েরাই রিয়ালের মাঝমাঠ সামলাবে। রিয়ালের এই তিন কিংবদন্তীর যোগ্য উত্তরসূরি তাঁরা”৷

সূত্র: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট।

You May Also Like