অ্যাবট ল্যাবরেটরিজঃ মাদ্রিদের নতুন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পৃষ্ঠপোষক

দলের আনুষ্ঠানিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পৃষ্ঠপোষক এবং ফাউন্ডেশনের বৈশ্বিক সহযোগী হিসেবে আগামী তিন বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাবট ল্যাবরেটরিজ। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এবং অ্যাবটের পুষ্টি বিষয়ক কার্যনির্বাহী সহ-সভাপতি ড্যানিয়েল সালভাদরির উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়। ড্যানিয়েল বলেন, “অ্যাবট এবং রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের একটি লক্ষ্য রয়েছে: বিশ্বজুড়ে শিশুদের যথার্থ পুষ্টি নিশ্চিত করা যাতে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টা বহু সুবিধাবঞ্চিত শিশুর নিকট আমাদের পৌঁছে দেবে এবং আমরা বিশ্বজুড়ে এ সকল শিশুর জীবনে কার্যকর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম হব”।

রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন প্রতি বছর ৮০টি দেশে প্রায় ৬৫,০০০ শিশুকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মূল্যবোধ, ক্রীড়া, পুষ্টি বিষয়ক সহায়তা দিয়ে থাকে। স্থানীয় সহযোগীদের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলের শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা হতে শুরু করে পুষ্টিকর খাদ্য এবং ক্রীড়া অনুশীলনের ব্যবস্থাও করে থাকে ফাউন্ডেশন। শিশুদের যথাযথ পুষ্টি নিশ্চিতকরণে অ্যাবটের সঙ্গে একযোগে কাজ করতে চলেছে প্রতিষ্ঠানটি। বৈশ্বিক অপুষ্টির হার হ্রাসের লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠিত Abbott Center for Malnutrition Solutions –এর সঙ্গে সরাসরি কাজ করবে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন। এর আওতায় শিশুদের অপুষ্টি শনাক্তকরণ, শিক্ষার ব্যবস্থা এবং প্রয়োজনীয় পুষ্টি সহায়তা দেয়া হবে।

রিয়াল মাদ্রিদ পুরুষ, নারী এবং যুবদলকে পুষ্টি বিষয়ক সহায়তা এবং গবেষণার কাজও করবে অ্যাবট ল্যাবরেটরিজ।

সূত্র এবং ছবি: রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট।

You May Also Like